বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিল্প বর্জ্যের কবল থেকে খিরু নদী রক্ষার দাবিতে ভালুকায় র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে ভালুকা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ওই শোভাযাত্রাটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি উদযাপিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক এডভোকেট শাহ্ মো. আশরাফুল হক জর্জের সভাপতিত্ব ও সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল উপস্থাপনা করেন।
এ সময় বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, অধ্যক্ষ এ.আর. এম. শামছুল রহমান লিটন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, অধ্যাপক মতিউর রহমান, সাংবাদিক মোখলেছুর রহমান মনির, রফিকুল ইসলাম রফিক, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, আলোর ছোঁয়া সম্পাদক খলিলুর রহমান, সুদীপ রায়, আক্তারুজ্জামান প্রিন্স, আলী আহসান কবির, মিজানুর রহমান, কেবিএম মিস্টি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শিল্প বর্জ্যে দূষণের কবল থেকে ভালুকার উপর দিয়ে বয়ে যাওয়া খিরু নদী রক্ষাসহ বনভূমি রক্ষার দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর