বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল ১০টায় হাবিপ্রবির প্রশাসনিক ভবন সংলগ্ন ফাঁকা অংশে স্বর্ণচাঁপা গাছ লাগিয়ে বৃক্ষরোপণ এবং সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে ক্লিন ক্যাম্পাস কর্মস‚চীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার। কর্মসূচিতে ডীনগণ, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ বিভিন্ন শাখার পরিচালকগণ একটি বকুল ফুল ও একটি বোতল ব্রাশ ফুলের গাছ রোপণ করেন।
ক্লিন ক্যাম্পাস কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অফিস, অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হলসহ ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের সামনের লেক পরিস্কার করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এএ