প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলা প্রশাসক আবু কায়সার খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিশেষভাবে গরীব মানুষের জন্য। উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছেন।
প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ পরিচালক মো. আশরাফুল আলম।
কর্মশালায় জানানো হয়, পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বলে পরিচিত। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ক্ষমতাকালে তৃণমূলের মানুষ এই শব্দগুলোর সাথে পরিচিত হয়েছে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় সিভিল ডা. ইব্রাহীম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সূবর্না রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তি রূপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাঈন উদ্দীন চৌধুরী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ