"প্রকৃতির ঐকতানে টেকসই জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রসাশক আব্দুল্লাহ আল জাকির সভাপতিত্বে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক হাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/এএ