ফরিদপুরের চরভদ্রাসনে আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চরভদ্রাসন সরকারী কলেজ মাঠে দুপুর দুইটা পর্যন্ত এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জামালউদ্দীন আহম্মদ, মো. শিহাব খান এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএস ডাঙ্গী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা কাকন ও চর কল্যাল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান।
ইতিপূর্বে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকারীরা এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। ছেলেরা পনেরোটি ও মেয়েরা পনেরোটি মোট ত্রিশটি ইভেন্টে উপজেলার চার ইউনিয়নের প্রতিযোগীরা অংশগ্রহণ করে। সোমবার সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/হিমেল