একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যে বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে রবিবার সকাল ১০টায় বগুড়া জেলা স্কুল মাঠ থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম,বগুড়া জেলা পরিষদ প্রশাসক ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মেজবাহুল আলম। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও বৃক্ষ চারা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ