বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রবিবার (৫জুন) সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের যৌথ প্রযোজনায় গণসচেতনতা বাড়ানোর জন্য সকাল ১০টায় আকর্ষণীয় শোভাযাত্রা বের করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রায় নেতৃত্ব দেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান। এছাড়াও টিআইবি ও বন্ধু ফাউন্ডেশন নামে এনজিও সংগঠনের কর্মকর্তা ও চাঁদপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির কর্মকর্তা ও শিক্ষাার্থীরা অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও পুরস্কার বিতরণ করেন, চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশিক মহিউদ্দিন পিপিএম ও চাঁদপুর টিআইবি ও বন্ধু ফাউন্ডেশন নামে এনজিও সংগঠনের কর্মকর্তা ও চাঁদপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির কর্মকর্তাগন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব। প্রবন্ধ উপস্থাপন করেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর টিআইবি’র কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির সভাপতি মো: শফিকুল ইসলাম, ডা. মাসুদ ও সাংবাদিক নেয়ামত হোসেন প্রমুখ।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাসির উদ্দিন সরোওয়ার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৯ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন