প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক পটুয়াখালীর কলাপাড়ায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন পরিবার পরিকল্পনা পটুয়াখালী জেলার উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার সিসিএসডিপি ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাক্তার মেহেদী হাসান রনি। অবহিতকরন কর্মশালায় এফডাবলুএ, এফপিআই, এসএসিএমও, সিএইচসিপি এর কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল