বাগেরহাটে পুলিশের দায়ের করা নাশকতার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা। রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সৈয়দ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে মো. সুজন মোল্লাকে ৬ সপ্তাহের আগাম জামিনের আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ আল আশরাফুর রাজা আলী।
মামলার বিবরণে বলা হয়, বুধবার (২৫মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এস আই রোকনুজ্জামান বাগেরহাট সদর উপজেলার গুজিহাটী এলাকা থেকে জামায়াতের ৫ নেতাকে আটক করেন। এই ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা দায়ের করেন। মামলায় রবিবার হাইকোর্টে হাজির হয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা আগাম জামিন চেয়ে আবেদন করলে শুনানি শেষে ৬ সপ্তাহের আগাম জামিনের আদেশ দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।
বিডিপ্রতিদিন/কবিরুল