বরিশালের বাকেরগঞ্জে একটি গাঁজা বাগানের খোঁজ পেয়েছে পুলিশ। রবিবার দুপুরে ওই উপজেলার বিরঙ্গল গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বাগান আবিস্কার এবং গাঁজা বাগানের মালিক নাছির খানকে (৩৮) গ্রেফতার করে তারা। এ সময় সেখান থেকে ২৯টি গাঁজা গাছ জব্দ করে পুলিশ। নাছির ওই গ্রামের জাফর খানের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
বাকেরগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, গাঁজা সেবন করার উদ্দেশ্যেই নাছির তার নিজ বাড়ির আঙিনায় গাঁজা গাছ রোপন করেছিল। বিষয়টি এলাকায় জানাজানি হয়। গোপন সংবাদরে ভিত্তিতে পুলিশ খবর পেয়ে নাছিরকে গ্রেফতার এবং তার বাড়ির আঙিনা থেকে ২৯টি গাঁজা গাছ জব্দ করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম