খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলায় মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনাসহ ৮৫ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে রবিবার খুলনা সিএমএম আদালতে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৩৪ জনকে জামিন দেওয়া হয়।
পরে একই মামলায় হাইকোর্ট মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনাসহ ৫১ জনের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। হাইকোর্টে বিচারপতি মোস্তফা জামান আহমেদ ও বিচারপতি মো. সেলিমের আদালত আগাম জামিন আবেদন মঞ্জুর করেন।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ২৯ মে গ্রেপ্তার হওয়া আরও ১২ নারী নেতাকর্মীকে জামিন দেয় আদালত।
জানা যায়, গত ২৮ মে বিকালে কে ডি ঘোষ রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে ছাত্রলীগ, পুলিশ, বিএনপি ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পিকচার প্যালেস মোড় থেকে বিএনপি অফিস পর্যন্ত ধাওয়া- পাল্টা ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ১২৭ রাউন্ড শর্টগান ও ৪৩ রাউন্ড গ্যাসগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৪১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিএনপির ৯২ জনের নাম উল্লেখসহ ৮ শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা হয়।
বিডি প্রতিদিন/এএম