দিনাজপুরের খানসামার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা এবং প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই সংযোগের রাউটার বিতরণ করা হয়েছে। সভা শেষে খানসামার ১৪৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াই-ফাই সংযোগের রাউটার বিতরণ করা হয়।
রবিবার বিকেলে খানসামা উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম এ মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খানসামা উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন।
মতবিনিময় ও রাউটার বিতরণকালে খানসামা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোতালেব হক, সাখাওয়াত হোসেন, অনুপম ঘোষ ও সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান বলেন, আগামী প্রজন্মকে মোবাইল আসক্তি দূরে রাখতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী জরুরী। মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পারলে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন বলেন, পরিবারের পরেই সবাই প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে। একজন মানুষকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ও কার্যকর।
বিডি প্রতিদিন/হিমেল