চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ৮ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে দুইজন রাঙামাটির। তারা হলেন- মিঠু দেওয়ান (৫২) ও নিপন চাকমা (৪৭)।
শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে মিঠু দেওয়ান রাঙামাটি জেলা শহরের পশ্চিম ট্রাইবেল এলাকার বাসিন্দা। আর নিপন চাকমা কলেজ গেইট এলাকার বাসিন্দা। এঘটনায় রাঙামাটিতে শোকের ছায়া বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের কুমিরা শাখা থেকে মিঠু দেওয়ান ফায়ার সার্ভিস ইউনিটের সাথে ঘটনাস্থলে যায়। একই সময় সীতাকুণ্ড শাখায় লিডার হিসেবে ঘটনাস্থলে পৌছায় নিপন চাকমাও। প্রাথমিকভাবে কনটেইনার আগুন দেখে পানি ছিটানোর কাজ শুরু করে তারা। কিন্তু তারা জানতো না কনটেইনারে রাসায়নিক পদার্থ রয়েছে। যার কারণে মুহূর্তে বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের।
এ ব্যাপারে মিঠু দেওয়ানের ছোট ভাই টিটু দেওয়ান জানান, বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। আমার ছোট ভাই বিটু ঘটনাস্থলে গিয়েছে। এখনো লাশ হাতে পাইনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন