চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহত ফায়ার ফাইটার ফেনীর সন্তান সালাউদ্দিন কাদের সবুজের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার রাত ১১টায় ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছুমপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে জানাজা শেষে দাফন করা হয়। এই সময় ফেনী ফায়ার সার্ভিসের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেন। ফায়ার সার্ভিস ডিফেন্স মহাপরিচালকের পক্ষ থেকে কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নিহতের পিতা মাষ্টার ইউছুপ নিজেই তার জানাজা নামাজ পড়ান।
এদিকে রাত ৮টায় চট্টগ্রাম থেকে লাশ নিয়ে পরিবারের সদস্যরা দশটায় তার গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহত সবুজ ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছুমপুর গ্রামের মাষ্টার মোঃ ইউছুপের ছোট ছেলে। মৃত্যকালে সে স্ত্রী, এক কন্যা ও ছেলে সন্তান রেখে গেছেন।
২০১১ সালের নভেম্বর মাসে সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। গত ৪জুন রাত সাড়ে দশটায় সীতাকুন্ডে বিএম কোন্টিনার ডিপোতে অগ্নি বিস্ফোরণে উদ্ধার কাজে নিয়োজিত অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন