বিশ্ব পরিবেশ দিবসে বগুড়ায় সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে দুপুরে শহরের পৌর এডওয়ার্ড পার্কে পরিচ্ছন্নতা অভিযানে বগুড়া পৌরসভা, তীর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) অংশগ্রহন করেন।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, প্যানেল মেয়র পরিমল চন্দ্র, আলহাজ শেখ, নির্বাহি প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বাপা সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।
পরে পৌর পার্কে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন অতিথিবৃন্দ। একটাই পৃথিবী,প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবসে এবার জেলায় সপ্তাহব্যাপী কর্মসূচি পালন হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম