বগুড়ার সারিয়াকান্দি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসের ডিজিএমের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে একই অফিসের কর্মকর্তা ও কর্মচারিরা। অসৎ আচরণের অভিযোগ এনে গত ৫ জুন অনাস্থা জ্ঞাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে ৫১ জন স্বাক্ষর করে বলেন, সারিয়াকান্দি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল অফিসের ডিজিএম শফিউদ্দিন অফিস কর্মচারিদের সারাদিন তোপের মুখে রাখেন। তিনি যোগদান করার পর থেকে অফিসের শৃঙ্খলা নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অফিসিয়ালভাবে কার্যক্রম হাতে নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ