বরগুনার তালতলী উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন। নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৪ জনকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
এরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগ সদস্য ও পচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী আবু জাফর খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাকাটা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী কবির আকন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ছোটবগী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নিশানবাড়ীয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী দুলাল ফরাজী।
তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি, রেজবি উল কবির বাংলাদেশ প্রতিদিনকে জানান, আমরা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তাদেরকে প্রার্থী না হবার অনুরোধ করেছিলাম। তারা দলের সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃংখলা ভঙ্গ করায় গঠনতন্ত্র অনুসারে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ৪ জুনের সভায় এই সিন্ধান্ত গ্রহণের পরে আজ বহিষ্কারের প্রস্তাব আমরা জেলা আওয়ামী লীগ বরাবর পাঠিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জেলা থেকে কেন্দ্র পাঠানো হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল