নোয়াখালী সদরে তিন দিনব্যাপী কৃষি মেলা মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। কৃষি মেলায় নিজেদের উৎপাদিত ফসলের জন্য সফল কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোশরেফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহীদুল হক, বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আইউব মাহমুদ, অতিরিক্ত উপ-পরিচালক নুরুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আবুল মনছুর আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌতম চন্দ্র দাস ও উপজেলা সমবায় অফিসার মিনু প্রভা ভৌমিক ও কৃষকরা।
নোয়াখালী ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ১০টি স্টলে কৃষকের উৎপাদিত ফসল, সার, কৃষি প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি স্থান পেয়েছে। এ সময় সফল কৃষকরা তাদের উৎপাদিত ফসলের বর্ণনা দেন।
বিডি প্রতিদিন/এমআই