ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে। ফজলে এলাহী একই সঙ্গে আরও কয়েকটি গণমাধ্যমে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, 'চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের ওয়ারেন্টের প্রেক্ষিতে দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে।' তবে মামলার বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি।
থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলা প্রসেস নাম্বার ৮১৭/২২। মামলা নং-২৮/২১। তবে মামলার বাদী কে সে সর্ম্পকে নিশ্চিত হওয়া যায়নি।
রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন জানান, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ ডিসেম্বর অনলাইন পোর্টাল পাহাড়টোয়েন্টিফোর ডট কম এ 'রাঙামাটি জেলা প্রশাসনের পাইরেটস বিড়ম্বনা' শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে ১২ ডিসেম্বর রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর জ্যেষ্ঠ মেয়ে নাজনীন আনোয়ার অভিযোগ দায়ের করেন। এর একদিন পর ১৩ ডিসেম্বর ফিরোজা বেগম চিনু পৃথক আরেকটি অভিযোগে একই দাবি করে এলাহীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন।
বিডি প্রতিদিন/হিমেল