ফেনীতে ২ লাখ ৩৩ হাজার ৬৩৫ শিশুকে ভিটামিন-এ প্লাস খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার সকালে ফেনীতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার সিভিল সার্জন ডাক্তার রফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ফেনীর ৬ উপজেলায় ২৬ হাজার ৩৫ জন ৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ও ২ লাখ ৭ হাজার ৬শ’ জন ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১২ জুন হতে ১৫ জুন প্রতিদিন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ১৪২টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রে এ কর্মসূচি পালিত হবে।
এ সময় জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির ও মেডিকেল অফিসার তাহসিন নুর অমি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম