বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারের মক্কা অটো রাইস মিলের গোডাউন হতে ২২২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় কর্মকর্তারা দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এই চাল জব্দ করে খাদ্য গুদামে নিয়ে আসেন।
খাদ্য বিভাগ জানায়, মঙ্গলবার বিকালে তাদের কাছে খবর আসে বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারের মক্কা অটো রাইস মিলের গোডাউনে সরকারি চাল রয়েছে। এমন খররের ভিত্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম তাহাসানুল হকের নেতৃত্বে একদল কর্মকর্তা চুলকাটি বাজারের মক্কা অটো রাইস মিলের গোডাউনে অভিযান চালায়। দু’ঘণ্টাব্যাপী অভিযানে সরকারি সিলযুক্ত এবং বিক্রয় নিষিদ্ধ ২২২ বস্তা (৭ টন) সরকারি চাল জব্দ করা হয়।
অটো রাইস মিলের গোডাউনে সরকারের বিক্রয় নিষিদ্ধ ২২২ বস্তা চাল বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে ডিলার মো. মোস্তাফিজুর রহমানের বলে খাদ্য বিভাগ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় খাদ্য বিভাগ ডিলার মোস্তাফিজুর রহমানকে আসামি করে মামলা করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল