ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় রাঙ্গামাটির সিনিয়র সাংবাদিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফজলে এলাহীকে গ্রেফতারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বুধবার সকালে প্রেসক্লাব চত্বরে ‘বান্দরবানে কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু।
সমাবেশে বান্দরবানের জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আল-ফয়সল বিকাশ, বান্দরবান প্রেস ইউনিটের সভাপতি শাহরিয়ার আলাউদ্দিন এবং মাছরাঙা টিভির কৌশিক দাশগুপ্ত বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক ফজলে এলাহীকে নিঃশর্ত মুক্তিদান এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল