দিনাজপুরের বীরগঞ্জের বিকে উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পেটানোর অভিযোগে স্কুলের শিক্ষক চঞ্চল রায়কে সাময়িক বরখাস্ত এবং শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কনদর্প নারায়ণ রায়।
স্থানীয় এবং শিক্ষার্থী সূত্রে জানা যায়, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউপির বিকে উচ্চ বিদ্যালয়ে গত সোমবার পরীক্ষা শেষে চেয়ারে চুইংগাম লাগানোর অভিযোগে শ্রেণীকক্ষে শিক্ষক চঞ্চল রায় কয়েকজন ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। ঘটনার পর ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে অভিভাবকরা ঘটনাস্থলে গেলে শিক্ষক চঞ্চল রায় বিদ্যালয় ছেড়ে চলে যান। পরে অভিভাবক ও ছাত্ররা বিদ্যালয়ে অবস্থান নিলে পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. পরেশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক মিজানুর রহমান ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মঙ্গলবার ওই ঘটনায় শিক্ষক চঞ্চল রায়কে স্কুল থেকে বহিষ্কার দাবিতে পরীক্ষা বর্জন করে ছাত্ররা। শিক্ষক চঞ্চল রায় বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউপির বাংলা বাজার এলাকার চন্দ্র কান্ত রায়ের ছেলে।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায় বলেন, প্রাথমিকভাবে ছাত্র নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক চঞ্চল রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে শোকজ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল