বরগুনার বেতাগীতে পাওনা টাকা পরিশোধে গড়িমসি করায় দায়েরকৃত মামলায় কাউন্সিলর দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার চিফ জুডিশিয়াল আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন-পৌরসভার ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রোফেজা আক্তার রুজি (৪৫) ও তার স্বামী মো. মামুন-উল-আলম খান (৫৫)।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত হোসেন নান্টুর স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে রুজি ও তার স্বামীর বিরুদ্ধে তাদের কাছে পাওনা টাকা আদায়ে বরগুনায় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, ৯ মে ২০১৮ প্রথম দফায় রোফেজা আক্তার রুজি এবং তার স্বামী মো. মামুন-উল-আলম ৩ শত টাকা নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত চুক্তিপত্রে স্বাক্ষর করে শিউলি বেগমের কাছ থেকে ৫ লাখ টাকা নগদ গ্রহণ করেন। পর্যায়ক্রমে সব মিলিয়ে রুজি দম্পতির কাছে শিউলী বেগমের পাওনা হয় ১৫ লাখ ১৯ হাজার টাকা। এ টাকা আদায়ে কয়েক দফা সালিশ বৈঠকের পর দেড় লাখ টাকা শিউলি বেগমকে ফেরত দেয়। পরে বাকি টাকা দিতে গড়িমসি করতে থাকে।
বিডি প্রতিদিন/এমআই