ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উপলক্ষে ঝিনাইদহে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মতবিনিময় সভার আয়োজন করেন জেলা সিভিল সার্জন অফিস। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান রাজুসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে খাওয়ানো হবে ২৯ হাজার ৫ শত ১০টি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ লাখ ৯৮ হাজার ৮শত ২৮টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৬টি উপজেলায় ১৮শত ৫১টা কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন চলবে ১২ থেকে ১৫ জুন পর্যন্ত।
বিডি প্রতিদিন/এএম