বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাটের টোল আদায়কারীদের বিরুদ্ধে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে।
অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে ৭ জুন ওয়েলকাম এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি পরিবহনের ম্যানেজার বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন।
ওয়েলকাম এক্সপ্রেস পরিবহনের ম্যানেজার আ. রাজ্জাক মোল্লা জানান, মোরেলগঞ্জে সড়ক বিভাগের ফেরি পারাপারের জন্য একটি পরিবহনের সরকারি নির্ধারিত ভাড়া ৯০ টাকা। কিন্তু টোল আদায়কারী ইজারাদার প্রতিটি পরিবহনের জন্য ৪০০ টাকা আদায় করছেন।
তার দাবি, ‘গণফেরিতে পারাপার করে প্রতিটি পরিবহনে রিজার্ভ ফেরিতে পারাপারের রশীদ দিচ্ছে তারা। অতিরিক্ত টোল আদায় করা অন্যায় হলেও বিষয়টি আদায়কারীদের বললে তারা ক্ষিপ্ত আচারণ করে। আমরা এই অন্যায় থেকে মুক্তি চাই। ফেরিঘাটে সরকার নির্ধারিত টোলের চার্ট টানিয়ে দেয়ার অনুরোধ জানান এই পরিবহন ব্যবস্থাপক।’
বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জসহ বিভিন্ন ফেরিঘাট ও সেতুর ইজারাদারদের সরকার নির্ধারিত টোল আদায় ও টোলের চার্ট টানানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘ইজারাদারদের দেয়া চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও দেয়া হয়েছে। সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত কেউ আদায় করতে পারবে না। অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি প্রমাণিত হলে টোল ইজারা বাতিল করা হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল