পূর্ব শত্রুতার জের ধরে দিনাজপুরের চিরিরবন্দরে প্রতিবন্ধী এক শিক্ষককে নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া স্কুলের সামনে এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষককে দিনেদুপুরে টেনে হিচরে জনসম্মুখে পেটানো হয়েছে। যা অমানবিক কর্মকান্ডের অংশ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের কঠোর বিচার দাবি করেন তারা।
এরআগে গত ৫ জুন কোচিং ক্লাস চলাকালীন ৪-৫জন এসে শয়ন কুমার দাস নামের ওই প্রতিবন্ধী শিক্ষককে বের করে জনসম্মুখে মারধর করে।
এদিকে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে প্রতিবন্ধি শিক্ষককে মারধরের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দুইজনকে আটক করেছে।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের ধরার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ