চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় শুক্রবার ভোরে কোস্টগার্ডের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২টি ট্রাকে তল্লাশী চালিয়ে ১ হাজার ৩৫০ কেজি জেলি যুক্ত চিংড়ি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিসিজি ষ্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান।
জব্দকৃত চিংড়িগুলো সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে কোস্টগার্ড বিসিজি ষ্টেশন চাঁদপুর এলাকায় মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
বিডি প্রতিদিন/এএ