বান্দরবান সদর উপজেলার রাজবিলা এলাকায় শুক্রবার বিকালে অস্ত্রের মুখে ২ পাহাড়ি যুবককে অপহরণ করেছে স্থানীয় একটি সশস্ত্র গ্রুপ।
অপহৃত কৌকা তঞ্চগ্যা (৩৫) ও জীবন চাকমা সুমন (৪০) রাজবিলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তঞ্চগ্যা পাড়ার বাসিন্দা। শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজবিলা এলাকা থেকে দুই পাহাড়ি যুবককে অস্ত্রধারী সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।
রাজবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্য অং প্রু জানান, অপহৃত জীবন চাকমা সুমন পাড়ায় একটি ছোট দোকানের ব্যবসা করেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকালে জীবন চাকমা সুমন দোকানে কেনাবেচা করছিলেন। একটি গাড়িতে করে ৩/৪ জন সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ অস্ত্রের মুখে জীবন চাকমা সুমন ও একই পাড়ার কৌকা তঞ্চগ্যাকে গাড়িতে উঠিয়ে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে চলে যায়।
চেয়ারম্যান ক্য অং প্রু জানান, কারা অপহরণ করেছে বা অপহৃতদের রাজনৈতিক পরিচয় কী সে সম্পর্কে সুস্পষ্ট জানা যায়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর