বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া শেখ জামাল ক্লাব। শুক্রবার (১০ জুন) অনুষ্ঠিত ফাইনাল খেলায় আবাহনী ক্রীড়া চক্র দোহাজারিকে ৪-০ গোলে হারিয়ে চকরিয়া শেখ জামাল ক্লাব শিরোপা নিশ্চিত করে।
খেলা শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।
এ সময় বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, জেলা ক্রীড়া সংস্থা ও টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বান্দরবান স্টেডিয়ামে ২০ মে থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক জেলাসহ দেশের খ্যাতিমান ৮টি ফুটবল ক্লাব অংশ নেয়।
বিডি প্রতিদিন/আবু জাফর