সাভারে এক ব্যবসায়ীকে প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে সাভার ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ৭ মার্চ এ ঘটনা ঘটলেও সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল রানা সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন- সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন টিপু, সাংগঠনিক সম্পাদক জুবায়েদ রহমান রিফাত, ঢাকা উত্তর শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রাকিব হাসান ওরফে ভাইপার, রাকিব (২২), সোহাগ (২৪), ইলিয়াস (২৫) আলামিন (২৪), শামীম (২৫) ও শিমুল (২২)।
এ ব্যাপারে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে কোনো ছাত্রলীগ নেতা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিডিওতে দেখা যায়, অন্তত ২০ জন নেতাকর্মী উৎসব প্লাজায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি মারতে থাকে। একপর্যায়ে তাকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। এ বিষয়ে ব্যবসায়ী সোহেল রানা বলেন, ওই এলাকায় প্রায় সাত বছর যাবত ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছি। বছর খানেক আগে থেকে আমার ব্যবসা ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।
এর জের ধরে গত ৭ মার্চ দুপুরে ছাত্রলীগ নেতা টিপু, রিফাত ও রাকিবের নেতৃত্বে ২০ জন কর্মী নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। পরে আমাকে তারা মারধর করতে করতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা জড়ো হলে রাস্তার পাশে আমাকে ফেলে দিয়ে তারা চলে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুই দিন চিকিৎসা শেষে এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করি।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন টিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উৎসব প্লাজায় একটি দোকানে আমাদের কিছু লোক ইন্টারনেট সংযোগ দিতে যায়। এ সময় সোহেল রানা তাদের বাধা দেন। এজন্য তার সঙ্গে শুধু কথা কাটাকাটি হয়।
এদিকে শাহীবাগ মহল্লার ইন্টারনেট ব্যবসায়ী পারভেজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কয়েক মাস আগে আমার ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে আমাকে রেডিও কলোনি স্কুলের ভেতরে নিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সাভারে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি, ইন্টারনেট ব্যবসা, জমি দখল, টেন্ডারবাজিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় ছাত্রলীগ আরও বেপরোয়া হয়ে উঠেছে। সাভারের ফুটপাতগুলোতে প্রায় কোটি টাকার চাঁদাবাজি করছে। এখন তারা তাদের চাঁদাবাজির পরিধি বাড়াতে ব্যবসা প্রতিষ্ঠানেও চাঁদার দাবি করছে। তাদের চাহিদামত চাঁদা না দিলে তাকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে মারধর করে। ফলে ছাত্রলীগের আতঙ্কে ব্যবসায়ীরা এখন শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারছে না।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উৎসব প্লাজায় ব্যবসায়ীকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলা দায়েরের পরপরই তিনি এক সপ্তাহের ট্রেনিংয়ে চলে যান। ট্রেনিং থেকে ফিরে এসে জানতে পারি আসামিরা আদালত থেকে জামিনে এসেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর