গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে জগদীশ বসু (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মাজেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত জগদীশ বসু কোটালীপাড়া উপজেলার বৈকণ্ঠপুর গ্রামের প্রেম চাঁদ বসুর ছেলে।
ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মাজেদ জানান, শনিবার সকালে বৈকণ্ঠপুর গ্রামে কুদ্দুসের মাছের ঘেরের পাড়ে জগদীশ বসু ঘাস কাটতে যান। এ সময় জমিতে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে জগদীশ বসুর মৃত্যু হয়। এই ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
বিডিপ্রতিদিন/কবিরুল