জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে গোপালগঞ্জ জেলায় ১ লাখ ৭৭ হাজার ৭৪৪ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আগামীকাল রোববার (১২ জুন) থেকে বুধবার পযর্ন্ত জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে মোট ১ লাখ ৭৭ হাজার ৭৪৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৩ হাজার ৬৭ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৪ হাজার ৬৭৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্তৃপক্ষ আরও জানায়, জেলায় ১ হাজার ৭১৬টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল