নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুর জেলা বিএনপি।
শনিবার বেলা ১১টার দিকে শহরের গালর্স স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর হাসপাতাল রোড হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, বিএনপি নেতা আজম খান, শহর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল