পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে বিষ প্রয়োগে ঘেরের বিভিন্ন প্রজাতির আড়াই লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার গোলখালী ইউনিয়নের কালুখা ব্রিজ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মৎস্য চাষী মো. নিপু চৌকিদার (৩৫) থানায় অভিযোগ করবেন বলে জানান। নিপু ওই এলাকার মোজাম্মেল চৌকিদারের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কালুখা ব্রিজ বাজার নামক এলাকার মৎস্য চাষী নিপু চৌকিদার নিজ বাড়ির পাশে প্রায় ১ একর জমিতে মাছের খামার করেছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে তার ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ঘেরে চাষ করা কার্প, গ্রাসকার্প, সরপুটি, রুই, কাতল, ব্রিগেড, সিলভার কার্প, শিং, পাংগাস মাছসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আড়াই লাখ টাকার মাছ মারা যায়। শনিবার সকালে ঘেরের পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান নিপু।
নিপু চৌকিদার জানান, তার বাসা ঘেরের দক্ষিণ পাশে। ঘেরের পাশে তার নিজস্ব কোন লোক না থাকায় শুক্রবার গভীর রাতে ঘেরে বিষ প্রয়োগ করে তার আড়াই লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
নিপু চৌকিদার বলেন, ‘আমি এবং আমার চাচা তোফাজ্জেল হক চৌকিদার শেয়ারে দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই ঘেরটি করি। আমি দের লাখ ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কী হবে!’
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ