বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কেফায়েত নগরে সৌদি প্রবাসী হুমায়ন কবিরের (৪২) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ প্রায় ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ সময় বাঁধা দেওয়ায় প্রবাসীর স্ত্রীসহ ৪ জনকে পিটিয়ে আহত করে তারা। খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সৌদি প্রবাসীর স্ত্রী তানিয়া বেগম জানান, মুখোশধারী ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাদের একতলা ভবনের জানালার গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। ধারালো ও আগ্নেয়াস্ত্রধারী দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে (তানিয়া), দশম শ্রেণীতে পড়ুয়া কন্যা হাবিবা খানম (১৫), শ্বশুর আ. মজিদ হাওলাদার ও শাশুড়ি আলেয়া বেগমকে (৬১) পিটিয়ে হাত-পা বেঁধে রাখে। এ সময় ডাকাতরা ১টি স্ট্রিলের আলমিরা, ১টি শোকেস ও ১টি ওয়ারড্রোপ ভেঙে নগদ প্রায় ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।
খবর পেয়ে শনিবার সকালে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আলবেরুনী ও থানার ওসি আফজাল হোসেন সহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। ক্ষতিগ্রস্থ পরিবার অভিযোগ দিলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল