অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় তিনটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয় হয়েছে। সবকটিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কৃষ্ণপুর ইউনিয়নে ৫,১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মাহবুবুর রহমান দুলাল (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক আকন্দ (নৌকা) পেয়েছেন ৩,৪১১ ভোট।
খিদিরপুর ইউনিয়নে কাউসার রশিদ বিপ্লব (অটোরিকশা) ২,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুজ্জামান (টেলিফোন) পেয়েছেন ২,৩৪৫ ভোট।
চরমান্দালিয়া ইউনিয়নে ৩,০৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন (আনারস) প্রতীকের প্রার্থী আনিছ উদ্দিন শাহিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির (নৌকা) পেয়েছেন ২,৫০০ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ তাদের বিজয়ী ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ