বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-২০২২ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী পৌরসভার আয়োজনে শহীদ খুশি রেলওয়ে ময়দানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় লক্ষীকোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্য খেলায় বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে লক্ষীকোল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার, রাজবাড়ী ফুটবল অ্যাসোসিয়েনের সহ সভাপতি কাজী হেফাজত আলী টিটু, রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর মো. তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সম্রাট ও আবু হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন