বরিশাল কুয়াকাটা মহাসড়কে নলছিটি দপদপিয়া বকুলতলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা ইতি পরিবহন ও নলছিটি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া হিজবুল্লাহ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠায়।
দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের জনের অবস্থা গুরুতর।
বিডি প্রতিদিন/এমআই