চাঁদপুরের ফরিদগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। পরে ধর্ষক সোহেলকে পুলিশ আটক করেছে।
আটকৃত সোহেল পৌর এলাকার কেরোয়া গ্রামের আবদুস ছাত্তার বেপারীর ছেলে এবং এক সন্তানের জনক। ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। এরপর ফরিদগঞ্জ থানার এস.আই মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ধর্ষক সোহেলকে আটক করেন।
স্থানীয় সূত্রে জানায়, গতকাল বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকায় নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ওই কিশোরী ধর্ষনের শিকার হন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে আটকৃককে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। আর ধর্ষনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য আদালতের নির্দেশে ডাক্তারী পরীক্ষা করতে বলা হয়েছে। পরে ভিকটিমকে মায়ের হেফাজতে দেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ