দিনাজপুরের বিরল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি এবং ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমাবার বেলা ১১টার দিকে বিরল উপজেলা পরিষদের হলরুমে এসব শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ২০ জন ছাত্রীর মাঝে ২০টি বাইসাইকেল, প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রতিজনকে ২ হাজার ৪০০ টাকা করে, মাধ্যমিক স্তরের ষষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি জনকে ৬ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক এইচএসসি স্তরের ২৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রতি জনকে ৯ হাজার ৬০০ টাকা করে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণকালে বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছারের সভাপতিত্বে এবং ইন্সটেক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ প্রমুখ। এছাড়া উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হারুণ এক্কাসহ অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        