সুনামগঞ্জ ৪০০ জন বন্যাদুর্গত ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে জেলা যুবলীগ।
শনিবার দুপুরে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স মিলনায়তনে এ চিকিৎসাসেবা প্রদান শুরু হয়। দুজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপি দুর্গতদের চিকিৎসাসেবা প্রদান করছেন।
এ সময় চিকিৎসাসেবাপ্রার্থী প্রত্যেক ব্যক্তিকে খাদ্য সহায়তাও দেবে জেলা যুবলীগ।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর দুর্গত এলাকার জনসাধারণের মাঝে নানাবিধ রোগবালাই দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে নিম্ন আয়ের অন্তত ৪০০ জন মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নিয়েছে জেলা যুবলীগ। পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় ওষুধপত্র ও ত্রাণ সহায়তাও প্রদান করা হচ্ছে।
তিনি আরো জানান, বন্যা শুরুর পর থেকে সুনামগঞ্জ জেলা যুবলীগ দুর্গত এলাকাগুলোতে আটকেপড়া মানুষদের উদ্ধার ও ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছে। কেন্দ্রীয় যুবলীগ দুর্গতদের জন্য ত্রাণ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন