৪ জুলাই, ২০২২ ২২:৫৫

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সন্তানের জন্ম দিলেন প্রসূতি

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সন্তানের জন্ম দিলেন প্রসূতি

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে নবজাতকের জন্ম

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে এক নবজাতক পুত্র শিশুর জন্ম হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ নবজাতকের জন্ম হয়। প্রসূতি নারীর নাম হাসি বেগম। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিশরশ্মি গ্রামের আলী হাসানের স্ত্রী।

পদ্মা সেতুর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, হাসি বেগমকে সকালে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে সন্তান প্রসবের জন্য নেওয়া হচ্ছিল। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এলে তার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। পরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ফায়ার সার্ভিসের একটি কক্ষে নিয়ে তার সন্তান প্রসব করানো হয়।

পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, এক নারী সকালে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে সন্তান প্রসবের জন্য যাচ্ছিলেন। পরে পদ্মা সেতুর কাছে এলে ওই নারীর প্রসব ব্যথা শুরু হয়। সেখানেই একটি পুত্র সন্তান জন্ম দেন। তাকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি। মা ও সন্তান উভয়ই সুস্থ আছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর