ফরিদপুরে নদী ভাঙ্গন কবলিত অসহায় দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে এ মাংস বিতরণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, এফডিএ’র পরিচালক আজহারুল ইসলাম, বিএফএফ এর পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, ইসলামিক রিলিফ এর প্রতিনিধি আমিন উর কাইয়ুম।
ইসলামিক রিলিফ, ঢাকার সহযোগিতায় এবং ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর সার্বিক সহযোগিতায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর, নর্থ চ্যানেল, অম্বিকাপুর, চরমাধবদিয়া ইউনিয়ন ও পৌরসভার দেড় হাজার অসহায় ও দরিদ্র নদী ভাঙ্গন কবলিত পরিবার, প্রতিবন্দ্বী ব্যক্তি, বিধবা নারীদের মাঝে এ মাংস বিতরণ করা হয়। চরমাধবদিয়া ইউনিয়নের হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং ডিক্রিরচর ইউনিয়নের টেপুরাকান্দির এফডিএ অফিস থেকে এসব মাংস বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা