সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবাষিকী উপলক্ষ্যে ভালুকায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে ভালুকা পৌর জাতীয় পার্টি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ওই দিবসটি পালিত হয়।
আলোচনা সভায় পৌর জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক মো. হাফিজ উদ্দিন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য আবদুল কাদের সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাস্টার, মান্নান নূরী, নূর মোহাম্মদ গোলাপ, এ বি সিদ্দিক, ফজলুল হক, রফিকুল ইসলাম পাঠান, আসাদুজ্জামান বুলবুল, শহীদুল ইসলাম কাজল, কামাল হোসেন মেম্বার প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ