ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করেছে একতাবদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রোকনউদ্দীন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়কুব আলী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,সংগঠনের উপদেষ্টা আবদুস সবুর কাজল প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যাংকার, ব্যারিস্টার, ব্যবসায়ী, চিকিৎসক, খেলোয়াড়, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সহ নানা পেশার ২৫ জন গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও বিদ্যালয় ও কলেজ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ