সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয় পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিহারী পয়েন্ট সংলগ্ন জেলা জাপার অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাপার ভাইস চেয়ারম্যান, জেলা জাপার আহবায়ক ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ন আহবায়ক ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহম্মদ, সদস্য সচিব মনির উদ্দিন মনির, সদর জাপার সেক্রেটারি সজ্জাদুর রহমান সাজু, সাংগঠণিক সম্পাদক ফারুক মেনর, রঙ্গারচর ইউপি জাপার আহবায়ক ফয়জুর রহমান, মোল্লাপাড়া ইউপি জাপার আহবায়ক তোরাব আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ