জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সকালে জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার পশ্চিম মানিকপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মাবুদ (৩৫) ও একই গ্রামের ছলিম মন্ডলের ছেলে ফরিদ মন্ডল (৪২)
ওসি শাহেদ আল-মামুন জানান, আটককৃত মাবুদ ও ফরিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। উপজেলার বালিঘাটা বাজার এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
ওসি আরও জানান, মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিলেন অভিযুক্তরা।
বিডি প্রতিদিন/কালাম