নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হাসিবের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে চৌরাস্তা মুক্তিযোদ্ধা যাদু ঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় নিহত হাসিবের স্বজনরা জানায়, মধুপুরের ছালা উদ্দিন ও মাসুম ও হাসানের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে হাসিবকে হত্যা করা হয়।
ঘটনার পর পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করলেও সন্ত্রাসীরা এ হত্যার প্রতিবাদকারী, মামলার বাদী ও হাসিবের স্বজনদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
বিডি প্রতিদিন/এএ