টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর বাসতৈল এলাকার পারভিন আক্তার (২৭), তার মেয়ে সাদিয়া (৯) ও ছেলে সুমন (৭)।
দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে রেখেছেন এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাকুল্লা এলাকায় রাস্তা পার হচ্ছিলো মা, ছেলে ও মেয়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মেয়ে নিহত হয়। গুরুতর আহত হয় অপর দু’জন। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতারেল আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান বলেন, পাকুল্লার সড়ক দুর্ঘটনায় দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম